২০২৫ সালের ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন করতে হলে কমিশন যথাযথ সময় বিবেচনা করেই তফসিল ঘোষণা করবে। সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ৪৫ থেকে ৫৫ দিন আগে ঘোষণা করা হয়, সে অনুযায়ী, জুলাই-আগস্ট থেকেই প্রস্তুতি শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘কমিশনের ওপর কোনো ধরনের চাপ নেই, এবং আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করবো না। আমাদের প্রধান লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।’
এদিকে, স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি জানান, সরকার চাইলে পৌরসভা, সিটি করপোরেশন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন একসঙ্গে আয়োজন করা যেতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রায় ৪০০ আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, এবং প্রয়োজন অনুযায়ী আসন পুনর্বিন্যাস করা হবে।’
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চলছে বলেও জানান নির্বাচন কমিশনার।
এদিকে, দল নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, ‘নিবন্ধন প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন। কমিশনের দেওয়া প্রস্তাবে ঐকমত্য হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে রাজনীতিকরা কী প্রতিক্রিয়া দেখান এবং বিভিন্ন রাজনৈতিক দল এ নিয়ে কী অবস্থান নেয়, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে। তবে কমিশন যে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের পরিকল্পনায় দৃঢ়প্রতিজ্ঞ, তা স্পষ্টভাবে তুলে ধরেছেন নির্বাচন কমিশনার।