মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে স্কুল পর্যায়ে প্রচারাভিযান

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩২ পিএম | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩২ পিএম
মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে স্কুল পর্যায়ে প্রচারাভিযান

 রূপান্তরের আওতায় আশ্বাস প্রকল্পের আওতায় স্কুল পর্যায়ে ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে মানব পাচার প্রতিরোধে শপথ বাক্য পাঠ ও  আলোচনা সভা এবং সাতক্ষীরা জেলার  ঈঞওচং দের আয়োজনে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে প্রচারাভিযান ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটক ও ভিডিও ডকুমেন্ট প্রদর্শনী হয়। প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রনজিত সরকার ও অন্যান্য শিক্ষক মন্ডলী। এসময় রুপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, আশ্বাস প্রকল্পের খুলনা ক্লাষ্টারের প্রকল্প সমন্বয়কারী সুবোল ঘোষ, সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার দীপ্তি রায় ও কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল। উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড অ্যাম্বাসিডরের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করছে।

আপনার জেলার সংবাদ পড়তে