মোল্লাহাটে ব্যাপ্টিস্ট'র আয়োজনে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫৬ পিএম
মোল্লাহাটে ব্যাপ্টিস্ট'র আয়োজনে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাটের মোল্লাহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যাপ্টিস্ট এইড বিবিসিএফ এর আয়োজনে প্রকল্পের উন্নয়ন, দলের বার্ষিক অর্জন, শিখন অবহিত করুন শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলাধীন আটজুড়ী ইউনিয়নের দত্তডাঙ্গা এসি একাডেমী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়।

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নান্নু মোল্লা, সেক্রেটারি মোঃ বাবলু মোল্লা, ইউপি সদস্য মোঃ আয়ুব আলী মোল্লা ও মনিন্দ্র, ব্যাপ্টিস্ট -এর উপজেলা ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, প্রকল্প পরিদর্শক স্বপন কুমার সাহা, প্রকল্প সমন্বয়কারী মোহন বিশ্বাস ও নরেন্দ্র পাহান, প্রকল্প সহায়ক সুজন হালদার ও সিমন কুমার ত্রিপুরা প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে