কালীগঞ্জে গভীর রাতে পুড়ল ১০ দোকান

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০৬ পিএম
কালীগঞ্জে গভীর রাতে পুড়ল ১০ দোকান

গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার বাস স্টান্ডের ১০ টি দোকান পুড়ে সম্পূর্ণ ভুষ্মিভ’ত হয়ে গেছে । এ ঘটনায় প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে । 

জানা গেছে , সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাত ২ টার দিকে বার বাবাজার বাস স্টান্ডের দিপকের মিষ্টির হোটেল প্রথম অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে সে আগুন নাসিম , রুহুল আমিন ও রাজুর দোকানসহ পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রেনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়, পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রেনে আনে । 

এ ব্যাপারে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মেজর রবিউল ইসলাম বলেন , ধারনা করা হচ্ছে মিষ্টির দোকানের চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত । আমারা ৯৯৯ থেকে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। এ ঘটনায় আনুমানিক প্রায় ১২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।