ভালুকায় নিজস্ব অর্থায়নে ১৫ লাখ টাকার সেতু

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১০ পিএম
ভালুকায় নিজস্ব অর্থায়নে ১৫ লাখ টাকার সেতু

ভালুকায় এলাবাসীর নিজস্ব অর্থায়নে উপজেলার রাজৈ চুল্লার খালের উপর ১৮৫ ফুট লন্বা কাঠের সেতু নির্মান করেছে এলাকাবাসী। এতে রাজৈ ও ভালুকা ইউনিয়নের চুল্লার খালের দুই পারের ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়ত ব্যবস্থা কিছুটা সহজ হয়েছে। 

ভালুকা ও রাজৈ ইউনিয়নের মাঝ খানে চুল্লার খাল থাকার কারনে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল। দীর্ঘ পথ ঘুরে এক পারের মানুষ অন্য পারে যেতে হতো । সেতুটি নির্মানের ফলে দুই পারের মানুষের মধ্যে বন্ধনের সৃষ্টি হয়েছে। সেতুটি পাকা করে নির্মান করার দাবী জানিয়েছেন এলাকাবাসীর। 

২৩ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় এলাকাবাসীকে সাথে নিয়ে ভালুকা ও রাজৈ ইউনিয়নের সাবেক দুই চেয়াম্যান সেতুটি উদ্ধোধন করে যাতায়তের জন্য খুলে দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে