ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০৬ পিএম
ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ইউটার্ণ নেয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক শরিফুল ইসলাম (৪৭) নিহত হয়। সে ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে।অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে ভালুকা বাসস্ট্যান্ডে ইউটিার্ণ এলাকায় বিএনপি অফিসের সামনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকার ধাক্কা দিলে অটোরিকশা চালক শরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এসময় এক যাত্রী আহত হয়। আহত যাত্রীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপোলক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় প্রইভেটকার রেখে চালক পালিয়ে গেছে। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে। প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং মামলার প্রক্রিয়াধিন। অপরদিকে গতরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মল্লিকবাড়িমোড় নামক স্থানে পথচারী ইসমাই হোসেনকে অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। তার বাড়ী মোক্তাগাছা উপজেলার বিরুলিয়া গ্রামে। সে রাস্তার পাশ দিয়ে হেটে বেড়াছিল।

আপনার জেলার সংবাদ পড়তে