লালমনিরহাটে আলু ভর্তি পিকআপ থেকে ২৭ কেজি গাঁজা, আটক-১

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১৬ পিএম
লালমনিরহাটে আলু ভর্তি পিকআপ থেকে ২৭ কেজি গাঁজা, আটক-১

লালমনিরহাটে একটি আলুভর্তি পিকআপ থেকে ২৭ কেজি গাঁজাসহ মো. আব্দুর রহিম (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম লালমনিরহাট সদর উপজেলার তিস্তা পাঙ্গাটারী এলাকার মো. ছবির উদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার রাজপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় চাংড়া এলাকার আলম বাজার থেকে বকুলতলাগামী সড়কে চলাচলকারী একটি আলুভর্তি পিকআপ তল্লাশি করা হয়। এ সময় পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় রাখা ২৭ কেজি গাঁজা উদ্ধার এবং পিকআপে থাকা আব্দুর রহিমকে আটক করা হয়। ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে