চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্য গ্রেপ্তার

এফএনএস (ফয়সাল মাহমুদ; চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫৩ পিএম
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পলাশবাড়ি-আড়গাড়াহাট এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি করা ৭টি গরু।  বুধবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ি-আড়গাড়াহাটের কানজু ওরফে কানু, মুসলিমপুরের শরিফুল ইসলাম ও উপর ধোবড়া এলাকার মো. রাকিব। 

পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পলাশবাড়ি-আড়গাড়াহাটের কানু ডাকাতের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে কানুসহ শরিফুল ও রাকিবকে গ্রেপ্তার করে। তারা ডাকাতি করা গরু কেনাবেচার জন্য ওই বাড়িতে অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই-তিনজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ৭টি গরু, একটি পিকআপ, একটি সিএনজিচালিত থ্রি-হুইলার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার তিনজনই এলাকার চিহ্নিত ডাকাত এবং আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যাসহ ততোধিক মামলা রয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে