কালীগঞ্জে গ্রাম আদালত বিশয়ক সভা ও ভিডিও প্রদর্শনী

এফএনএস (টিপু সুলতান,কালীগঞ্জ,ঝিনাইদহ) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪০ পিএম
কালীগঞ্জে গ্রাম আদালত বিশয়ক সভা ও ভিডিও প্রদর্শনী

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনি কর্মসূচি চলমান রয়েছে। বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করন তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় এ কর্মসূচি পালিত হচ্ছে। এ ধারাবাহিকতায় ২৫ বেলা ১১ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে হল রুমে এক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের হেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু।উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারি মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায়উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রবজেল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আতিয়ার রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসক নারায়ন চন্দ্র ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল কাদের, স্থানীয়  বিএনপি নেতা ইউসুফ আলী, মোহাম্মদ ঝন্টু মিয়া, স্থানীয় জামায়াত ইসলামী দলের নেতা শরিফুল ইসলাম, ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সোহেল রানা প্রমুখ।এ সময় ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় শতাধিক ব্যক্তি মতবিনিময় ও ভিডিও প্রদর্শনীতে অংশ গ্রহন করেন। ইউরোপিয় ইউনিয়ন ইউএনডিপি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের যৌথ অর্থায়নে বাংলাদেশের গ্রামীন জনগোষ্ঠীর বিচারক সেবা নিশ্চিতকরণে গ্রাম আদালত তৃতীয় পযৃায়ের প্রকল্প দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে। মতবিনিময়ের সময় বক্তারা বলেন, বিচার ব্যবস্থায় দেশের দরিদ্র মানুষের প্রবেশাধিকার নিশ্চিত ও সহজ করতেই গঠন করা হয়েছে গ্রাম আদালত। গ্রামের দরিদ্র মানুষ যাতে সহজে ও নামমাত্র খরচে তাদের এই অধিকার রক্ষা বা প্রতিষ্ঠা করতে পারে, সেজন্যেই গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। এ আদালতে গ্রামের ছোটখাটো বিরোধ বড় আকার ধারণ করার আগেই সহজে নিষ্পত্তি করা সম্ভব।মতবিনময় শেষে গ্রাম আদালতের নানা দিক সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে  ভিডিও চিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে।

আপনার জেলার সংবাদ পড়তে