জামালপুরের মেলান্দহ উপজেলায় ২৬ ফেব্রুয়ারি (বুধবার)আইন শৃঙ্খলার মাসিক মিটিং শেষে যাওয়ার সময় চারজন ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটককৃত চেয়ারম্যানরা হলেন, চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এস.এম. সায়েদুর রহমান ।