বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে একযোগে ১০৪ জন কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১০২ জন কর্মকর্তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় এবং বাকি দুজনকে ভূতাপেক্ষভাবে এই পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। পরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়।
পুলিশ বাহিনীর এই পদোন্নতি বাহিনীর দক্ষতা ও কার্যক্রমের গতিশীলতা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘এই পদোন্নতি পুলিশের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর সদস্যদের মনোবল আরও চাঙা করবে।’
পুলিশ সদর দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এই পদোন্নতি কর্মকর্তাদের দায়িত্বশীলতার জায়গা আরও শক্তিশালী করবে। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের-