শৈলকুপায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৩ পিএম
শৈলকুপায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে বিশাল জামায়াতে ইসলামীর এক কর্মী সমাবেশ  বৃহস্পতিবার বিকাল ৩ টায় শৈলকুপা নতুন বাজারে অনুষ্ঠিত হয়। উপজেলার।১৪ টি ইউনিয়ন ও পৌরসভার মিছিল নিয়ে  নেতা কর্মীরা এ সমাবেশে অংশ নেয়। শৈলকুপা পৌর আমীর মাওলানা তোরাবুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মুহাদ্দিস রবিউল ইসলাম, শৈলকুপা উপজেলা জামায়াতের আমির, জামায়াতের প্রাথমিক মনোনিত ঝিনাইদহ১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমান, নায়েবে আমির মাওলানা আবু বকর সিদ্দিকি ফিরোজ আলম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সেক্রেটারি জুলকারনাইন, বায়তুল মাল সেক্রেটারি, আসাদুজ্জামান লতা, পৌর মেয়র প্রার্থী, সাবেক কমিশনার মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের শৈলকুপা উপজেলা সভাপতি মোহাম্মদ বিন কাশেম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি আবু ইউসুফসহ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে