দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিবাদি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদি মিছিলের প্রধান আয়োজক, গফরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মিয়াদ শেখ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাজাহার হিমেল এর নেতৃত্বে প্রতিবাদি মিছিল গফরগাঁও মিনি ষ্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর আগে গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাজাহার হিমেল, শিক্ষার্থী মিয়াদ শেখ, তামিমা, শামিমা আক্তার, মেহেদী হাসান, আখি আক্তার, শান্ত ও নেওয়াজ প্রমুখ।