মরহুম মাওলানা হাবিবুর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের গুয়াবাড়ি জামে মসজিদ মাঠে কোমলমতি শিশু-কিশোরদের নিয়ে কোরআন-হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বিভিন্ন ধর্মীয় বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব অবসরপ্রাপ্ত মাদ্রাসা সুপার মাওলানা হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে ধর্মীয় বই বিতরণ করেন মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম হাওলাদার, সমাজসেবক লোকমান হোসেন আকন, সালাউদ্দিন হাওলাদার, আলমগীর হাওলাদার, সাবেক প্রধানশিক্ষক দাদন আলী মিয়া, মাওলানা ওবায়দুল্লাহ আল মাসুদ, আনিচুর রহমানসহ অন্যান্যরা। রাতে বার্ষিক ওয়াজ মাহফিলে দেশবরেন্য আলেমগণ ইসলামিক আলোচনা পেশ করেন। সবশেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।