রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এই পবিত্র মাসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সমাজের সকল স্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা জামায়াত রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নগরীর ভার্থখলা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেলগেট এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়।
উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মাওলানা লোকমান আহমদ।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑউপজেলা জামায়াতের নায়েব আমীর রেহান আহমদ হারিস, নায়েব আমীর অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সেক্রেটারি বদরুল ইসলাম, সহকারী সেক্রেটারি এম. মুহিবুর রহমান, উপজেলা উলামা বিভাগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সানাওর আলী, আব্দুল মুহিত, সুজা জায়গিরদার, লুৎফর রহমান, মজম্মিল আলীসহ দলটির বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।