পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে, তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে এই স্লোগানকে সামনে রেখে ২ মার্চ রবিবার সকাল সাড়ে দশটায় ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার আরিফ বিল্লাহ, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, বড় বিড়ালজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ ফকির, আবু হানিফ, তথ্য সংগ্রহকারী মাইনুল হাসান, নতুন ভোটার বর্ষণ কুণ্ড প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাচন অফিসের ডাটাএন্ট্রি অপারেটর মোঃ আরিফুল ইসলাম।