তারুণ্যে উৎসবে

বিভাগীয় পর্যায়ে মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় তৃতীয়

এফএনএস (মহেশপুর, ঝিনাইদহ) :
| আপডেট: ২ মার্চ, ২০২৫, ০৪:৩৭ পিএম | প্রকাশ: ২ মার্চ, ২০২৫, ০৪:০৭ পিএম
বিভাগীয় পর্যায়ে মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় তৃতীয়

ঝিনাইদহের মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় তারুণ্যের উৎসব ২০২৫ উদ্ভাবনী মেলায় জেলা ও উপজেলা পর্যায়ে প্রথম এবং বিভাগীয় পর্যায়ের তৃতীয় স্থান অর্জন করেছে। 

গত ১৯ তারিখে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্ভাবনীয় মেলায় উপজেলায় পর্যায়ের  ১৯ টি বিদ্যালয়ের মধ্যে  প্রথম স্থান অর্জন এবং গত ২০ তারিখে উদ্ভাবনীয় মেলায় জেলা পর্যায়ে ১৬ টি স্কুলের মধ্যে প্রথম স্থান অর্জন করে। বৃহস্পতিবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১০ টি জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী স্কুলের মধ্যে মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। এই অর্জনকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শুকুর আলী, ল্যাব-সহকারী মোঃ নাসির উদ্দিন,মহেশপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রহমান,সাধারণ সম্পাদক শেখ এনামুলহক দুলু, সাবেক ছাত্র মোঃ ওসমান গণি,মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আনিচুর রহমান রিপন,সাধারণ সম্পাদক আব্দুস সেলিম। উল্লেখ্য অত্র বিদ্যালয়টি খুলনা বিভাগের স্থাপিত দিক থেকে দ্বিতীয়। ১৮৬৩ সালে বিদ্যালয়টি স্থাপিত হয় সেই থেকে বিদ্যালয়টি গৌরব উজ্জল ভূমিকা পালন করে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে