রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে মিছিল ও পথসভা করেছে আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী। শনিবার বিকালে আশাশুনি বাজার মসজিদের সামনে থেকে এ মিছিল বের করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে মিছিলটি পথসভায় মিলিত হয়। পথসভায় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আইবিডাব্লিউএফ সভাপতি এবিএম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি মাওঃ আব্দুল হাই, সহ সেক্রেটারি এস এম শহীদুজ্জামান বাবলু, সদর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল কাশেম সানা, সেক্রেটারি হযরত আলী, আব্দুল আজিজ গাজী, ওয়ার্ড সভাপতি সাবেক মেম্বর আব্দুর রহিম গাজী, ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান সরদার, মোবারক আলী, মোক্তাজুল হক, আবুল হাসান সরদার, শ্রমিক নেতা জহরুল ইসলাম প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন।