আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে আৎ-তাকওয়া ফাউন্ডেশন পবিত্র রমজান উপলক্ষে এ সামগ্রী বিতরণ করে। ফাউন্ডেশনের সভাপতি সরদার মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন তুয়ারডাঙ্গা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মহাসচিব মুফতি আফজাল হুসাইন। তুয়ারডাঙ্গা দাখিল মাদ্রাসা সহকারি সুপার মাওঃ আব্দুস সবুর। ৭৫ টি পরিবারের মাঝে প্রত্যেককে ১০ টি আইটেমের প্রায় ১৭০০ টাকা সমমূল্যের খাদ্যসামগ্রী দেওয়া হয়। যার মধ্যে ছিল চাল ১০ কেজি, খেজুর ১ কেজি, ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, ডাল ১ কেজি, সেমাই ১ কেজি, তেল ২ লিটার, চিনি ১ কেজি, পেয়াজ ২কেজি।