সিলেটে হকার অপহরণ ও চাঁদাবাজি: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৫, ০৭:১৮ পিএম
সিলেটে হকার অপহরণ ও চাঁদাবাজি: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

সিলেট নগরীতে হকার অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি জয়দীপ চৌধুরী মাধব (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গত ১ মার্চ নগরীর কোতোয়ালী থানাধীন জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে হকার কাজল মিয়া (৫০) কে সিএনজিতে করে অপহরণ করে নিয়ে যায় জয়দীপ চৌধুরী মাধব ও তার সহযোগীরা। পরে তাকে জিন্দাবাজারের সিতারা ম্যানশনে নিয়ে গিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬,৫০০ টাকা চাঁদা আদায় করে এবং আরও ৩০,০০০ টাকা দাবি করে। এ সময় তাকে শারীরিক নির্যাতনও করা হয়।

পুলিশের তৎপরতায় পরে কাজল মিয়াকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনি কোতোয়ালী মডেল থানায় জয়দীপ চৌধুরী মাধবসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মামলাটি (মামলা নং-০১, তারিখ-০১/০৩/২০২৫) দণ্ডবিধির ৩৬৫/৩৮৫/৩৮৬/৩৮৭/৩২৩/৩৪ ধারায় রুজু করা হয়।

এরপর পুলিশ অভিযানে নামে এবং ২ মার্চ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে জয়দীপ চৌধুরী মাধবকে গ্রেপ্তার করে। অভিযানে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তা নেয়া হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে