সেনবাগে বিএনপির ইফতার মাহফিলে জয়নুল আবেদিন ফারুক

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৫, ০৭:২০ পিএম
সেনবাগে বিএনপির ইফতার মাহফিলে জয়নুল আবেদিন ফারুক

অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অত্যন্ত ভালো ও সৎ লোক, আমরা আশাকরি তিনি নির্বাচন বিলম্বিত করে ষড়যন্ত্রকারিদের সুযোগ করে দিবেন না, নুন্যতম সংস্কার করে জাতীয় নির্বাচন দিয়ে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করে খুনি হাসিনার সকল অপকর্মের বিচার করবে। সোমবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সেনবাগের কাবিলপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব ফারুক এসব কথা বলেন।

কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও  সাবেক বিরোধী দলীয় চীফহুইপ জয়নুল আবেদিন ফারুক। 

বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন উল্যাহ বিএসসি, জেলা বিএনপির সাবেকত্রাণ ও পূর্ছানবাসন সম্পাদক ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারিক বাবুল, সাবেক সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুর কবির হুমু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর নবী রাজু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মজিবুর রহমান, মোহাম্মদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর খান, সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ, ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দীন লিটন, সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান তুহিন, যুগ্ম আহবায়ক সামছুল হক সামু, কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি ইসমাইল, প্রমুখ। 

আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতাসহ দীর্ঘ হায়াতের জন্য এবং সেনবাগ বিএনপির সকল প্রয়াত নেতার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে