গত ০২/০৩/২৫ইং তারিখে রোববার সকালে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার এলজিইডি প্রকৌশলী লায়লা মিথুনের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিক নাসরুল্লাহ আল-কাফিকে কুরুচিপূর্ণ বা আপত্তিকর কথা বলা নিয়ে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় মানববন্ধনের সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেন লায়লা মিথুন। ওই সময় মানববন্ধনে ভুক্তভূগী নাসরুল্লাহ আল-কাফি উপস্থিত ছিলেন না।
এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী লায়লা মিথুন বলেন,গত বৃহস্পতিবার সাংবাদিক নাসরুল্লাহ আল-কাফি অফিসে এসেছিল। তখন সে সহ আরো অনেকে ছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথা ও হাসি ঠাট্টা হয়। আমার বিরুদ্ধে আনিত এবং উপস্থিত তথ্য সম্পূর্ন মিথ্যাচার ছাড়া কিছুই নয়।একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। আমার বিরুদ্ধে মানববন্ধন ও প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।