সৈয়দপুরে যানজট নিরসনে পৌরসভার অভিযান অব্যাহত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৫, ০২:০৯ পিএম
সৈয়দপুরে যানজট নিরসনে পৌরসভার অভিযান অব্যাহত

সৈয়দপুরে শহরের সড়কগুলো দুই পাশের ব্যবসায়িরা দখল করে রেখেছে। সড়কের উভয় পাশে ব্যবসায়িরা চকি পেতে তাদের মালামাল সাজিয়ে রেখেছে। ফলে সড়ক সংকোচিত হয়ে অর্ধেকে পরিণত হয়েছে। এমন অবস্থা দীর্ঘদিন থেকে বিরাজ করলেও যেন দেখার কেউ নেই।

সড়কের ওপর মালামাল,রিক্সা,রিক্সাভ্যান,অটো চার্জার, চার্জার ভ্যান, পিকআপ, ছোট-বড় ট্রাকের দখলে যেন সড়কগুলো। এর ফলে সৈয়দপুর শহরে তীব্র যানজট সৃষ্ঠি হয়। আর ভোগান্তির শিকার হয় জনগন। পৌর প্রশাসন মাঝে মাঝে অভিযান চালায়,ফুটপাত দখল মুক্ত করে। কিন্তু পরোক্ষণেই ব্যবসায়িরা তাদের দখল কাজ চালু করে।

ফলে যানজটের কবল থেকে মুক্তি মেলে না জনগনের। রোববার ও সোমবার এ দুইদিন পৌর প্রশাসক নুর - ই- আলম সিদ্দিকী রাজনৈতিক দল,ব্যবসায়ি, সেনাবাহিনী, পুলিশ সদস্যকে নিয়ে শহরে অভিযান চালায়। এতে সাময়িক হলেও কিছুটা যানজট মুক্ত হয় শহর। এ সময় শহীদ ডা.জিকরুল হক সড়ক, শহীদ তুলশীরাম সড়ক, শেরেবাংলা সড়ক ও শহীদ জহুরুল হক সড়কগুলো যানজটের কবল থেকে রক্ষা পায়। তবে এটি কতক্ষণ স্থায়ী থাকবে তা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

বুধবার ৫ মার্চ আবার অভিযানে নামে পৌর প্রশাসক নুর - ই - আলম সিদ্দিকী। পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শহরে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করে। এ সময় বাংলাদেশ পৌরসভা অ্যাসোসিয়েশনের সৈয়দপুর শাখার সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক সুজন শাহ বলেন,আমরা শহরকে যানজট মুক্ত রাখতে সকলেই কাজ করছি। কতিপয় ব্যবসায়ির কারণে কাজে বাঁধা আসছে। তবে তাদের বাঁধায় আমরা থেমে নেই।

আপনার জেলার সংবাদ পড়তে