সৈয়দপুরে রমজানে বেড়েছে লেবু কলা আঙ্গুরের দাম

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৫, ০২:১১ পিএম
সৈয়দপুরে রমজানে বেড়েছে লেবু কলা আঙ্গুরের দাম

নীলফামারীর সৈয়দপুরে রমজানের আগে লেবুর হালি ছিল ১০ টাকা। কোন কোন দিন ৫ টাকা দরেও বিক্রি হয়েছে এক হালি লেবু। বর্তমানে রমজান মাস শুরু হয়েছে। পবিত্র এ মাসে কতিপয় ব্যবসায়ি বেপরোয়া হয়ে উঠেছে। তারা নিজেকে মনে করছে এ মাসটি হল অধিক মুনাফা লাভের মাস। তাই দাম বেশি নেয়ার সুযোগ এ মাসটি। তারা ৫ টাকা হালির লেবু এখন বিক্রি করছে ৫০ টাকা।

আবার কোন কোন ব্যবসায়ি বিক্রি করছে ৬০ টাকা হালি দরে। শুধু লেবু নয় দাম বেড়েছে আঙ্গুর, তরমুজ,বরই, বেদানা, খেজুর, পেয়ারা,আপেল,কমলা,শশার ও কলার। অস্বাভাবিক দামে দুর্ভোগে পড়েছেন রোজাদাররা। অর্থশালীদের কোন সমস্যা না হলেও দিশেহারা নিম্ন ও মধ্যবিত্তরা। রমজানের আগে এক হালি কলা বিক্রি হয়েছে ১০ টাকা থেকে ২০ টাকা। আর রমজানে ওই কলা বিক্রি হচ্ছে ৩৫ টাকা থেকে ৪৫ টাকা। একটু মোটা সোটা হলে সে কলা হাকা হচ্ছে ৬০ টাকা হালি। ১০০ গ্রাম আঙ্গুর ছিল ২০ টাকা। রমজানে এসে ওই আঙ্গুর বিক্রি হচ্ছে ১০০ গ্রাম ৪০ টাকা। এক কেজি কমলা ছিল ২শ টাকা। এখন বিক্রি হচ্ছে ২৫০ টাকা। বেদানার কেজি ছিল ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ৪শ থেকে সাড়ে ৪শ টাকা। এক কেজি বরই রমজানের আগে ছিল ৩০ থেকে ৪০ টাকা। এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা। এদিকে রমজানে ইফতার সামগ্রীর দাম বেড়েছে দ্বিগুন। তরমুজ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। বাজার সারতে আসা নুর আফরোজ জানান, প্রত্যেকটি পণ্যের দাম বেশি। নিম্ন আয়ের মানুষ বাজারে এসে পণ্য ক্রয়ে হিমশিম খাচ্ছে। 

কলা ব্যবসায়ি হীরা জানান,এখন কলার আবাদ কমেছে। বাজারে কলা তেমন আমদানি নেই। তাই দাম বেড়েছে। ক্রেতা অনিক এ মন্ডল জানান,বাজারের আড়ৎগুলোতে কলা রয়েছে প্রচুর। তারপরও দাম বেশি কেন। দাম বাড়ার নেপথ্যে ব্যবসায়িদের কারসাজি রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে