সাবেক বিচারপতি শামসুদ্দিন দুই দিনের রিমান্ডে

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৫ মার্চ, ২০২৫, ০২:৩৬ পিএম
সাবেক বিচারপতি শামসুদ্দিন দুই দিনের রিমান্ডে

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলশান এলাকায় ২৪ বছর বয়সী মো. আবু যর শেখ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের দুই দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন। 

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানার প্রগতি সরণি এলাকায় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী মো. আবু যর শেখ। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। এঘটনায় নিহতের মা মোসা.  ছবি গত বছরের ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। 

প্রসঙ্গত, গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড ভোগ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে