রাজশাহীর বাঘায় পারিবারিক বিরাধের জের ধরে শ্বশুর-শাশুড়িকে দুধের সাথে বিষ মিশিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক গৃহবধু বিরুদ্ধে। মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গৌরাঙ্গপুরে সেহেরী খাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর শশুর-শাশুড়িকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। গৃহবধু শ্যামলী পলাতক রয়েছে। এ বিষয়ে শ্বশুর আবদুল জলিল বলেন, আমার একমাত্র ছেলে নাসির উদ্দিনের স্ত্রী শ্যামলী খাতুনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল। মঙ্গলবার ভোররাতে ছেলের বৌ শ্যামলী খাতুন সেহরী রান্না করে আমাকে ও তার শাশুড়ি এবং স্বামী নাসিরকে খেতে দেয়। খাওয়ার পর প্রথমে আমার স্ত্রী মাশিদা বেগম, পরে আমি অসুস্থ হয়ে যায়। পরে প্রতিবেশির সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র ভর্তি করে। এরমধ্যে আমি চিকিৎসা নিয়ে বাড়ি এসেছি। স্ত্রী মাশিদা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র ভর্তি রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যের কর্তব্যরত চিকিৎসক মাকসিদুল আলম বরলন, ৭২ ঘন্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। আবদুল জলিল আরও বলেন, ছেলের বৌ শ্যামলী খাতুন দুধের পাত্রে বিষ দিয়ে আমাদের স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টা চালায়। এরপর থেকে শ্যামলী খাতুন পালাতক রয়েছেন। এ বিষয়ে বাঘা থানা ভারপ্রাপ্ত কমকতা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এই ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।