রাজশাহীর বাঘায় শফিকুল ইসলাম (৫০) নামের এক গাঁজা চাষিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম হাসবাসপুর গ্রামের গোলাপ মন্ডলের ছেলে। শফিকুল ইসলাম নিজ বসতবাড়ির আঙ্গিনায় টিন দিয়ে ঘীরে তিনটি গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জব্দকৃত গাঁজার গাছের উজন হয়েছে ১ কেজি ২৫০ গ্রাম। এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, তার নামে মাদকদ্রব্য আইনে র্যাব মামলা দিয়ে থানায় দিয়েছেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এলাকার সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।