বাবুগঞ্জে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৫, ০২:৫০ পিএম
বাবুগঞ্জে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

বরিশালের বাবুগঞ্জে একটি ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।  এ সময় বিভিন্ন অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার ৩ মার্চ সকালে বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা এলাকার রাজ ব্রিকস নামের একটি ইট ভাটায় জেলা প্রশাসকের লাইসেন্স না থাকা, জ্বালানি কাঠ পোড়ানো, ড্রাম চিমনি ব্যাবহারসহ বিভিন্ন অপরাধে  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। 

এ সময় অবৈধভাবে গড়ে ওঠা রাজ ব্রিক্স এর প্রস্তুতকৃত কাঁচা ইট পানি দিয়ে ঘুরিয়ে দেয়া হয়। অভিযান পরিচালনাকালে এয়ারপোর্ট থানার একটি পুলিশ টিম এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, বাবুগঞ্জের সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন তাদের এই অভিযান অব্যাহত রাখবেন।

আপনার জেলার সংবাদ পড়তে