মহেশপুর সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ মাদক জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার বিভিন্ন সময়ে মাটিলা,শ্রীনাথপুর ও পলিয়ানপুর থেকে ভারতীয় মদসহ ওই নাগরিককে আটক করা হয়।মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিক জানান, মাটিলা বিওপির সীমান্ত পিলার-৫২/২২-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে মাটিলা গ্রামের বাঁশ বাগানে অভিযান চালালে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার মাদক দ্রব্যের মূল্য ৭০ হাজার পাঁচশত টাকা।এছাড়া শ্রীনাথপুর বিওপির সীমান্ত পিলার-৬১/৮-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের রফিকুলের আমবাগানের সামনে রাস্তার উপর থেকে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আরেকটি অভিযানে পলিয়ানপুর এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়।