কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ ২ জনকে আটক করা করেছে। আটককৃতরা হলেন উপজেলার আমাদী ইউনিয়নের হলুূদ বুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের পুত্র প্রভাষ মন্ডল ও অসিত সানার পুত্র দেবদাশ সানা। জানা গেছে বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৫ টার দিকে আমাদী পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ মনিরের নেতৃত্বে অভিযান চালিয়ে হদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডল এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে মাংসসহ তাদেরকে আটক করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন , এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত হরিণের মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। আটক ২ ব্যাক্তিকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।