কালীগঞ্জে বিআরডিবি’র দুই দিনের প্রশিক্ষণ

এফএনএস (মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০৫:০৩ পিএম
কালীগঞ্জে বিআরডিবি’র দুই দিনের প্রশিক্ষণ

গাজীপুরের কালীগঞ্জে বিআরডিবি’র সুফলভোগী সদস্যদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে উপজেলা বিআরডিবি’র কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হিসাবরক্ষক লিটন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও ঢাকা বিআরডিবি’র প্রশিক্ষণ পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিআরডিবি’র প্রশিক্ষণ উপপরিচালক মো. আতিকুর রহমান ও গাজীপুর বিআরডিবি’র উপপরিচালক মো. আব্দুল হান্নান। প্রশিক্ষণ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেরন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইসরাত জাহান।

বাড়িতে গরু-ছাগল ও হাঁস-মুরগী পালন করে কিভাবে আত্মনির্ভরশীল হওয়া, স্বাস্থ্য সম্মত পরিবেশ বজায় রেখে গবাদি পশুপাখি পালন ও বাড়িতে গবাদি পশু পালন করে পরিবারের চাহিদা মিটিয়ে আর্থিক ভাবে লাভবান হতে কী করতে হবে প্রশিক্ষনের মাধ্যমে সেই বিষয়ে প্রশিক্ষার্থীদের অবহিত করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান। এ প্রশিক্ষণে ৪০ জন সুফলভোগী নারী পুরুষ সদস্য অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে