কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা বিক্রেতা গ্রেফতার

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০৫:০৯ পিএম
কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা বিক্রেতা গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা বিক্রেতা গ্রেফতার। কাউখালী থানা সূত্রে জানা গেছে,কাউখালী থানা পুলিশের এস আই জয়দেবের নেতৃত্বে বুধবার ৫ মার্চ রাতে উপজেলা সয়না রঘুনাথপুর ইউনিয়নের সোনাকুর গ্রামের হানিফ শেখের ছেলে গাঁজা বিক্রেতা আল আমিন শেখ (৩৬)কে প্রায় ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ হাজার টাকা। কাউখালী থানা পুলিশ জানান, গ্রেপ্তারকৃত আলামিনের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করার অভিযোগ রয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, অভিযুক্ত গাঁজা বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার ৬ মার্চ আসামিকে পিরোজপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে