আগৈলঝাড়া ইজারা দরপত্র ১৮২ বিক্রি হলেও জমা পড়েনি

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০৫:২০ পিএম
আগৈলঝাড়া ইজারা দরপত্র ১৮২ বিক্রি হলেও জমা পড়েনি

বরিশাল জেলার আগৈলঝাড়ায় ১৮টি হাট-বাজারে  ১৮২ টি ইজারা দরপত্র (সিডিউল) এক লক্ষ এক হাজার পাঁচশত টাকা বিক্র হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে দরপত্র জমা দেয়া শেষ দিন ৬ মার্চ বৃহস্পতিবার দুইটা পর্য়ন্ত  রহস্যজনক কারনে কোন দরপত্র জমা পরে নাই। তাই ২য় বারের জন্য দরপত্র  বিক্রি হবে ১৯ মার্চ পর্যন্ত এবং জমা দেওয়ার শেষ তারিখ ২০ মার্চ ।

অফিস সূত্রে জানা গেছে. স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ সমবায় মন্ত্রণালয় এর  ৪৬.০৪১.০৩০.০২.০০.০০২.২০১১.৮৭০ নম্বর স্মারকে, ২১ সেপ্টেম্বর ২০১১ এর আলোকে জারিকৃত সরকারি হাট-বাজারসমূহের ইজারা পদ্ধতি ও ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালার আলোকে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ভৌগলিক সীমানার মধ্যে বাংলা ১৪৩২ সালের এক বছরে জন্য ১৮টি হাট-বাজারের অনুকুলে বাসাইল হাট ৯টি, দক্ষিণ বাহাদুপুর হাট ১২টি, উত্তর বাহাদুরপুর ১৪টি, চেংগুটিয়া ২টি, পয়সা হাট ৪১টি, আস্কর হাট ১২টি, বাগধা হাট ১৬টি, পয়সা হাট পূর্বপাড় ১টি, আগৈলঝাড়া হাট ২১টি, ছয়গ্রাম বাজার ৪টি, রত্নপুর মিশ্রিপাড়া ৭টি, মোল্লাপাড়া সাহেবের হাটে ২২টি, গৈলা বাজার ২১টি, মোট ইজারা দরপত্র ১৮২ টি, গৈলা বাজার দরপত্রের মূল্য একহাজার টাকা। এছাড়া প্রতিটি হাটের দরপত্র পাঁচশত টাকা করে মোট এক লক্ষ এক হাজার পাঁচশত টাকা বিক্রি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারে অফিসে দরপত্র জমা দেয়া শেষদিন ৬ মার্চ বৃহস্পতিবার দুইটা পর্য়ন্ত নির্ধারন থাকলেও ওই সময়ের মধ্যে কোন দরপত্র জমাপরে নাই। ২য় বারের জন্য দরপত্র বিক্রি হবে ১৯ মার্চ পর্যন্ত এবং জমা দেওয়ার শেষ তারিখ ২০ মার্চ ।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, আগৈলঝাড়ায় হাট-বাজারে ইজারা দরপত্র  ১ম বারে শেষদিন পর্যন্ত কোন দরপত্র জমা পরে নাই। ২য় বারের জন্য দরপত্র বিক্রি হবে ১৯ মার্চ পর্যন্ত এবং জমা দেওয়ার শেষ তারিখ ২০ মার্চ ।

আপনার জেলার সংবাদ পড়তে