চাঁদপুর আর্মি ক্যাম্প তত্ত্বাবধানে যৌথ বাহিণীর ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০৫:২৫ পিএম
চাঁদপুর আর্মি ক্যাম্প তত্ত্বাবধানে যৌথ বাহিণীর ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন

 লক্ষ্ণীপুর জেলার রামগঞ্জ উপজেলায় চাঁদপুর আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিণী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন করা হয়েছে।  

বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১ টার সময়  যৌথ বাহিনীর নেতৃত্বে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায় কাটাখালী বাজার এলকার রাস্তায় ভ্রাম্যমাণ চেকপোষ্ট বেসিয়ে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

উক্ত যৌথ অভিযানে সর্বমোট ০৩টি মামলা দায়ের করা হয়। লাইসেন্স বিহীন ০৩টি মোটরসাইকেল এবং ০১টি পিকআপ জব্দ করে রামগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কাঠের অবস্থান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে