নীলফামারী পরিবেশ অধিদপ্তরের পলিথিন বিরোধী অভিযান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০৫:২৯ পিএম
নীলফামারী পরিবেশ অধিদপ্তরের পলিথিন বিরোধী অভিযান

নীলফামারীর ঢেলাপীর বাজার এলাকায় পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তর ওই অভিযান পরিচালনা করে। 

৬ মার্চ পরিবেশ অধিদপ্তর ঢেলাপীর বাজার নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ১৫  কেজি নিষিদ্ধ পলিথিন,পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় পলিথিন পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে ময়েজ স্টোর ও সুবল স্টোরকে এক হাজার।টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাথে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। 

নীলফামারী জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ অভিযানে নেতৃত্ব দেন এবং পরিবেশ অধিদপ্তর,নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতার জন্য দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নীলফামারী পুলিশ বিভাগের একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে