১৪ পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০৫:৪২ পিএম
১৪ পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি

বাংলাদেশ পুলিশের ১৪ জন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির সিদ্ধান্ত ঘোষণা করা হয়। 

পুলিশ বাহিনীতে পদোন্নতির এই সিদ্ধান্তকে কর্মকর্তাদের মাঝে নতুন উদ্যম ও অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। এটি পুলিশ বাহিনীর সার্বিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। 

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের তালিকা 

আপনার জেলার সংবাদ পড়তে