গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০৫:৪২ পিএম
গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ আলম ভূঁইয়া'র সভাপতিত্বে সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় উপপরিচালক মোঃ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ ও সহকারী উপপরিচালক তাহমিনা খাতুন।

সভায় উপজেলা সহকারী শিক্ষা অফিসারসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে