বসন্তের আবহাওয়ায় উঁকি দিচ্ছে শিমুল ফুল

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) :
| আপডেট: ৬ মার্চ, ২০২৫, ০৭:৩৩ পিএম | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০৭:৩৩ পিএম
বসন্তের আবহাওয়ায় উঁকি দিচ্ছে শিমুল ফুল

শীতের শেষ শুরু হয়েছে বসন্ত চলছে ফালগুন মাস। এই বসন্তের আবহাওয়ায় বাগেরহাটের চিতলমারী  উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জ - রাস্তার এবং মধুমতি নদীর পাশে উঁকি দিচ্ছে শিমুল ফুল। ফুলের উপর আনন্দে মাতোয়ারা  দেশীয় প্রজাতের পাখিরা।

 লাল ফুল  চোখে পড়ে মন প্রফুল্ল হয়ে ওঠছে মানুষের।  ছোট ও বড় শিমুল গাছে রয়েছে লাল রঙয়ের ফুল। এই লাল ফুল থেকে বের হবে শিমুল ফল। আর শিমুল ফল থেকে তৈরি হবে শিমুল তুলা।  যে তুলা বর্তমান দেশেখুব জনপ্রিয় যা শিমুল তুলা হিসেবে পরিচিত। শিমুল তুলা থেকে তৈরি হবে বালিশ,  লেপ ও  তোষক সহ নানান ধরনের ব্যবহারিক জিনিস।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য গাছের ভীড়ে শিমুল গাছ আগের   থেকে অনেক কমে  গেছে। কারণ এই শিমুল গাছের কাঠ  থেকে দীর্ঘ  মেয়াদী কোন জিনিস তৈরি হয় না। মানুষের প্রয়োজনে শুধু তুলাটা বেশি ব্যবহার হয়ে থাকে।  সে জন্য এই গাছের গুরুত্ব  নেই  তেমন। তাই বাড়িতে, রাস্তার পাশে  বেড়ে ওঠা গাছগুলোই লাল ফুলে উঁকি দিয়ে মনে করিয়ে দেয় শিমুল ফুলের কথা। এ  যেন এক চির  চেনা গ্রাম বাংলার রূপ।

আপনার জেলার সংবাদ পড়তে