দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম বেলেঘাট নিবাসী মরহুম রফি উদ্দিন মোল্যার ছোট পুত্র দেলোয়ার হোসেন মোল্যার (৫০) মৌমাছির কামড়ে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত দেলোয়ার স্থানীয় সাগর জুট মিলে দারোয়ান হিসেবে চাকরী করতেন। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণি সম্পদ অফিসে গরুর জন্য ঔষধ নিতে আসেন। ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে গোয়ালপাড়া গ্রামের মাঝে একঝাক মৌমাছি তাকে ঘিরে ধরে এবং এলোপাতাড়িভাবে কামড়াতে থাকে। লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকাল চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেলোয়ার সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তার এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।