কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা বলিয়াদি ইউনিয়নের ঘোড়াধাড়া নদী ঘাট এলাকা হতে ৬৩ কেজি গাঁজা সহ ৩ জন কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন কেরানিগঞ্জ থানার মানধাইল এলাকার আরিফ হোসেনের স্ত্রী মনি বেগম (৩৫), মৃত বাবুল মিয়ার স্ত্রী আলীয়া খাতুন (৪০) ও বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের পিতা মৃত হাজী কামাল উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (২৫)। তাদের বিরোদ্ধে বাজিতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্র আইন ২০১৮ সালের ৩৬(১) সারনির ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু হয়েছে বলে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন স্বীকার করেন।