অধিকার, সমতা ক্ষমতায়ন নারীর উন্নয়ন। এ প্রতিপাদ্যকে সামনে রেখে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প এলজিইডি এর আওতায় মুক্তাগাছা পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
বেলা ১১টায় র্যালিটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু করে লাইব্রেরী রোড, মহারাজা রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আতিকুল ইসলাম। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, পৌর ইঞ্জি: মোঃ সাদেক মিয়া, মৌসুমী আক্তার, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা সুমি রোজারিও, রাশেদুল আলম প্রমুখ।