হাতিয়ায় ইউপি সদস্যের নির্দেশে গাছ কেটে জায়গা দখলের অভিযোগ

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৮:১৮ পিএম
হাতিয়ায় ইউপি সদস্যের নির্দেশে গাছ কেটে জায়গা দখলের অভিযোগ

হাতিয়ায় ইউপি সদস্যের নির্দেশে বিরোধপূর্ণ জায়গায় গাছ কেটে ভূমি দখল ও বসতঘর ভাংচুর করার  অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী খানসাব উদ্দিন থানায় অভিযোগ দাখিল করেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হাতিয়ায় নলচিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কলাপাড়া গ্রামে। অভিযুক্ত মেহেরাজ উদ্দিন নলচিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোক্তার উদ্দিনের ছেলে। সে বর্তমানে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী খানসাব উদ্দিনের সাথে তার চাচাতো ভাই মিলনদের সাথে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয় ভাবে শালিশী বৈঠকে ইউপি সদস্য উদ্দেশ্যমূলক ভাবে বিবাদী মিলনদের থেকে মোটা অংকের টাকার বিনিময়ে কাগজপত্র পর্যালোচনা না করে একতরফা রায় দেয়। এ বিষয়ে বাদি প্রতিবাদ জানালে ইউপি সদস্য মেহেরাজ অশ্লীল গাল মন্দ করে। সে বিবাদীদের পক্ষে বাদির গাছ কেটে নেয়ারও হুকুম দেয়। তার এহেন এক তরফা রায় পেয়ে বিবাদীরা বেপরোয়া হয়ে খানসাবের বসতবাড়ীর গাছ কাটা শুরু করে এবং হৈ হট্টগোলের মধ্যে তারা খানসাবের বসত ঘরে ভাংচুর চালায়। এক পর্যায়ে বাদীর ঘর আগুনে পোড়াইয়া দেওয়ার হুমকি দেয়।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মেহেরাজ উদ্দিন বলেন, তাদের পারিবারিক সংক্রান্ত বিরোধ নিয়ে সামাজিকভাবে আমাদের কাছে আসলে আমরা মীমাংসা করার চেষ্টা করেছি। আমি গাছ কাটার কোন নির্দেশনা দেই নি এবং কারো থেকে কোন টাকা গ্রহণ করিনি।

হাতিয়া থানার এসআই মিনহাজুল আবেদীন জানান, গাছ কাটার অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে গিয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে