জুলাই গণঅভ্যুত্থানে ১১জন নারীও শহিদ হয়েছেন : আসিফ মাহমুদ

এফএনএস (মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ১২:৫২ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে ১১জন নারীও শহিদ হয়েছেন : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানেও ১১জন নারী শহিদ হয়েছেন। সহ-্র নারী আহত হয়েছেন। আমাদের অসংখ্য মায়েরা তাদের সন্তান হারিয়েছেন। সর্বোচ্চ ত্যাগ করে দেশের জন্য যেসকল নারীরা পুরুষের পাশাপাশি লড়াই করে যাচ্ছেন আন্তর্জাতিক নারী দিবসে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান।  

শনিবার বিকেলে টঙ্গী টেশিস শিল্প সংস্থার মাঠে কিউট আন্তর্জাতিক নারী দিবস আরচ্যারী টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ইতিমধ্যে আরচ্যারীসহ যেসব খেলাধুলায় আন্তর্জাতিক সম্মান অর্জনের সুযোগ ও সম্ভাবনা রয়েছে সেসকল খেলাধুলাকে বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করার জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজেটসহ অন্যান্য সকল ধরণের পৃষ্ঠপোষকতার বিষয়ে এই ফেডারেশনগুলোকে আমরা বিশেষভাবে নজর দেব।

তিনি আরও বলেন, বাংলাদেশের নারীরা শুধু ক্রীড়া নয়, অন্যান্য সকল সেক্টরে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন। রপ্তানি বাণিজ্যের আরএমজি সেক্টরে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এতে আরও বক্তব্য রাখেন যুগ্ম সচিব আমিনুল ইসলাম, আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে