জামায়াতে মহিলা কর্মীদের লাঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (টিপু সুলতান,কালীগঞ্জ,ঝিনাইদহ) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ০৪:৩৮ পিএম
জামায়াতে মহিলা কর্মীদের লাঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী নেত্রীদের হামলার ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা বাঁশবাড়িয়াা ইউনিয়ন কুল্লোপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা নারীদের লাঞ্ছিত করে বলে অভিযোগ করা হয়েছে। হামলা ও লাঞ্চিতের প্রতবাদে রোববার দুপুর ২.৩০ মিনিটে পৌর শহরের ডাকবাংলোয় সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে নারী নেত্রী হাসিনা খাতুন ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে হাসিনা খাতুন বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসিনা খাতুন জানান, রোববার সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলা বাশঁবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা সভা করছিলাম। এসময় ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল হাতুড়ী, কাঁচি ও বাঁশের লাঠি নিয়ে আমাদের উপর হামলা করে। আমাদের কি অপরাধ জিজ্ঞেস করতেই খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে আমার সাথে থাকা সালেহা বেগমকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এছাড়া আসামীরা আমাকে খাইরুল ইসলামের বাড়ী থেকে ধাকা মারতে মারতে রাস্তার উপর এনে বাম কানে দুইটি চড় মারে। এছাড়া মহিলাদের শরীরের থাকা ওড়না টান দিয়ে শ্লীতাহানি ঘটায় এবং মাথা আলগা করে রাস্তার উপর দাড় করিয়ে রাখে। এর কিছুক্ষণ পর আমাদেরকে হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। হামলাকারীরা সবাই বিএনপির স্থানীয় নেতাকর্মী বলেও উল্লেখ করেন নারী নেত্রী হাসিনা খাতুন।

আপনার জেলার সংবাদ পড়তে