হোসেনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০২:১২ পিএম
হোসেনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ)  সকালে  উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। র‍্যালি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। এসময়  উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা  ইশতিয়াক আহমেদ উজ্জ্বল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো : সাহাবুল ইসলাম ও উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্যোগ প্রস্তুতি হিসেবে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে