নওগাঁর ধামইরহাটে জাতীয় দুর্যোগ অনুষ্ঠিত দিবস অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ দুপুর ১২ টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি' এর সহযোগিতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যের বিষয়বস্তু নিয়ে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, সমবায় অফিসার হারুনুর রশিদ, তথ্য অফিসার ইসকিতা আফরিন, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকি, ইসমাইল হোসেন মোস্তাক, গোলাম কিবরিয়া, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি শারমিন আক্তার সুরভী প্রমূখ।