বাবুগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৭:৪৬ পিএম
বাবুগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি' বাচায় প্রান ক্ষয়ক্ষতি " প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাবুগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয় মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ মার্চ সোমবার সকাল ১১ টায়  বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ'র সভাপতিত্বে মহড়া ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, বাবুগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার, বাবুগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম প্রমূখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে