ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) সকালে গফরগাঁও পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য র্যালী শেষে পৌরসভা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভার কর নির্ধারক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম আব্দুল্লাহ আল মামুন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূঁইয়া, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নুরুজ্জামান, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী ইমরান হোসেন ও গফরগাঁও পৌরসভার আইইউজিআইপি প্রকল্পের সিডিএ মোঃ মাসুদুর রহমান প্রমূখ।