বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন -১৫ মার্চ -২০২৫ সফল করার লক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তেন মং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জুয়েল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, ডাঃ মোঃ নাহিদুল ইসলাম, গণ্যমান্যদের মাঝে শেখ সিদ্দিকুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, পরিসংখ্যানবিদ এম এ তাহের, এনজিও প্রতিনিধি প্রমুখ।