হিলিতে শ্রমিকদের আলোচনা সভা, দোয়া ও ইফতার

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০৭:৪৪ পিএম
হিলিতে শ্রমিকদের আলোচনা সভা, দোয়া ও ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর এর  হিলিতে শ্রমিকদের নিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ মার্চ) ১০ মাহে রমজান উপজেলা জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে। 

হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনয় এবং সভাপতি মোঃ সবিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায অধিকার নিয়ে আলোচনা করেন। সেই সাথে প্রতি মাসের রিপোর্ট তৈরির জন্য শ্রমিকদের পরামর্শ প্রদান করেন। 

আলোচনা সভায় বক্তারা আরও বলেন হিলি স্থলবন্দর যেহেতু দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। কিন্তু এখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোন ট্টেড নেই। তাই অতি দ্রুত এই স্থলবন্দরে একটি ট্রেড বসানো হবে ইনশাআল্লাহ! যেখান থেকে স্থলবন্দরের শ্রমিকরা তারা তাদের ন্যায অধিকার পাবে বলে আশা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে